বিএনপির ২ নেতাকে গুলশান কার্যালয়ে প্রবেশে বাধা


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ মার্চ ২০১৫

বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়।

কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমতি দিলে তাদেরকে প্রবেশের বিষয়ে পরে জানােনা হবে।

নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্বাচন এবং বৃহস্পতিবার খালেদা জিয়ার একটি মামলার শুনানির বিষয়ে তারা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা বলতে এসেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি।

তবে পরবর্তীতে অনুমতি পেলে তারা আবারো আসবেন বলে উপস্থিত সাংবাদিকদেরকে জানান।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।