গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতা আটক


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১০ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে দলটির ক্রীড়াবিষয়ক সহ-সম্পাদক রায়হান আমিন রনিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টা ১৮ মিনিটে গুলশান থানা তাকে আটক করা হয়।

রনি জানান, বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা সম্বলিত একটি ব্যানার গুলশান কার্যারয়ের সামনে টাঙ্গাতে আসলে পুলিশ তাকে আটক করে। এসময় রনির সহকর্মী বিশ্বজিৎকেও আটক করে গুলশান থানা পুলিশ। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় একটি ডিজিটাল ব্যানার নিয়ে গুলশান কার্যালয়ের সামনে রনিসহ আরও দুইজন কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের পরিচয় জানতে চায়। পরে তারা তাদের আসার উদ্দেশ্য বলার পর তাদেরকে ব্যানার টাঙ্গানোর অনুমতি না দিয়ে গুলশান থানায় নিয়ে যায়।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।