বিদ্যুৎ ভবনে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলি, আহত ৩


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১০ মার্চ ২০১৫

রাজধানীর সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল-মামুন নামে এক যুবলীগ কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গোলাগুলির সময় একজন অতিরিক্ত সচিবের গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৩-৬২-৩৩) গুলি লেগেছে। এছাড়া বিদ্যুৎ ভবনের এক প্রকল্প পরিচালকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। তবে ছাত্রলীগ ও যুবলীগের কোন শাখা এ ঘটনা জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি হট্টগোলের সংবাদ পেয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।