ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে জটিলতায় বিএনপি
টানা ৬৪ দিন অবরোধ-হরতাল কর্মসূচির পর এবার ব্যতিক্রমি কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। সরকার পতন আন্দোলনে সফলতার মুখ দেখতে দলটি এরকম সিদ্ধান্ত নিচ্ছে বলে গুলশান কার্যালয় একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, দলটির নীতি নির্ধারণী ফোরামের সাথে আলোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সপ্তাহে এই কর্মসূচি ঘোষণা করবেন। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া নতুন কর্মসূচি দেয়ার চিন্তা ভাবনা করছেন বলেও জানায় সূত্রটি।
বিএনপির অপর একটি সূত্র জানায়, কর্মসূচির ব্যাপারে সিনিয়র নেতাদেরকে কথা না বলার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া। সূত্রটির দাবি, কর্মসূচি ঘোষণা আগেই তথ্য ফাঁস করে দিলে সরকার নতুন নতুন দমন কৌশল অবলম্বন করতে পারে, তাই এটা নিয়ে গোপনিয়তা রক্ষা করা হচ্ছে। তবে পরবর্তীতে ব্যতিক্রমী কর্মসুচি নিয়ে বিএনপি তথা ২০ দলীয় জোট মাঠে নামবে এটা নিশ্চিত করেছে বিএনপির এই সূত্রটি।
সূত্রটি আরো জানায়, গণতন্ত্র প্রতিষ্ঠার এই সংগ্রাম বিএনপি অব্যহত রাখার সিদ্ধান্তে অনঢ়। তবে চলমান কর্মসূচির সঙ্গে ব্যতিক্রমী কি কর্মসুচি দেয়া হবে তা নিয়ে জটিলটায় পড়ে গিয়েছে দলটি। সূত্রটির দাবি, বিএনপির সিনিয়র নেতাকর্মীদের আত্মগোপন কৌশল ও একত্রিত হয়ে বসে বৈঠক করার সুযোগ না থাকায় এই সংকট দেখা দিয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জানান, নতুন কর্মসূচির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নেয়া হলে তা সঠিক সময়ে জানিয়ে দেয়া হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান জানান, নতুন কর্মসূচির বিষয়ে তিনি এখনো অবগত নন।
তবে চলমান কর্মসূচি অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি বুঝে খালেদা জিয়া কর্মসূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারেন।
এমএম/আরএস/আরআই