সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান বিএনপির


প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আহ্বান জানান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রোববার নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপে এ আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, প্রয়োজনে আবারো আমাদের ডাকবেন। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়া এ আহ্বান জানান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

স্থায়ী কমিটির অপর এক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আলোচনা ভালো হয়েছে।’

এইউএ/এমএসএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।