পল্টন হয়ে বঙ্গভবনে যাবেন খালেদা


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের অংশ হিসেবে রোববার বিকেলে বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সংলাপের জন্য গঠিত বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।    

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার বিকেল ৩টায় নিজ বাসভবন থেকে বের হয়ে প্রথমে যাবেন নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে অপেক্ষমাণ প্রতিনিধি দলের বাকি সদস্যদের নিয়ে একত্রে বঙ্গভবনের উদ্দেশে রওনা করবেন তিনি।

খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির আট সদস্য থাকছেন।  

চলতি মাসের ১২ তারিখ জানা যায় নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে ১৮ ডিসেম্বর।

ওই সূচি অনুযায়ী প্রথম দিনই বিএনপির সঙ্গে আলোচনার টেবিলে বসছেন রাষ্ট্রপতি।

ওই সূচি ঠিক হওয়ার পর ১৫ ডিসেম্বর বিএনপির প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠিয়ে দেয়া হয়।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।