সভামঞ্চে প্রধানমন্ত্রী, উজ্জীবিত নেতাকর্মীরা


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৭ মার্চ ২০১৫

মানিক মোহাম্মদ ও মনির হোসেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকাল ৩ টা ২০ মিনিটে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় হাজারও নেতাকর্মী করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ১২টায় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে স্থান সংকুলান না হওয়ায় নেতাকর্মীরা অবস্থান নেন শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বরের সড়কে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী ও ডিসিসি নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদের সমর্থকরা এই সমাবেশে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সভামঞ্চে আওয়ামী লীগর উপদেষ্টা পরিষদ সদস্য, সভাপতিমণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এই সমাবেশের ডাক  দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।