পলাশীতে ককটেল বিস্ফোরণে ঢাবি ছাত্রসহ আহত ৩


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৫ মার্চ ২০১৫

রাজধানীর পলাশীর মোড়ে ককটেল বিস্ফোরণে স্প্রিন্টারের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন- প্রলয় ঘোষ (২৪), হযরত আলী (৩০) ও সিরাজুল ইসলাম (৩০)। আহতদের হাত ও পায়ে ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়।

জানা যায়, পলাশী মোড়ে দুর্বৃত্তরা পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ককটেলের স্প্রিন্টারের আঘাতে আহত হয়। পরে পথচারীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢামেক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পৌনে ৮টার দিকে পলাশীর মোড়ে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়। এর মধ্যে একজন ঢাবি’র ছাত্র, একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন ব্যবসায়ী রয়েছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।