সংলাপ চাইলে নাশকতা বন্ধ করতে হবে: ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৫ মার্চ ২০১৫
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতা ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। বোমা মেরে মানুষ হত্যা করে সংলাপে বাধ্য করার কথা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তাই সংলাপ চাইলে আগে নাশকতা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে পেট্রলবোমা হামলায় দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

নাশকতাকে এক ধরণের আত্মঘাতী প্রবণতা হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, নাশকতা ও সহিংসতা আন্দোলন নয়। কথিত আন্দোলনকারীদের এ প্রবণতা রুখে দিতে হবে। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে তারা এ সর্বনাশা খেলায় মেতে উঠেছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ জানুয়ারি হতে অদ্যাবধি ৬৩ জন গাড়ি চালক ও হেলপার পেট্রলবোমায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এসময় মন্ত্রী একুশে বইমেলায় তাঁর সম্প্রতি প্রকাশিত দুটি বইসহ ইতোপূর্বে প্রকাশিত তাঁর অন্যান্য বইয়ের রয়্যালিটি থেকে প্রাপ্ত সকল আয় ও স্বেচ্ছাধীন তহবিল হতে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা চিকিৎসাধীনদের  অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে বর্তমানে ৫৪ জন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে এ অনুদান দেয়া হয়। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বার্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এসএ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।