তিন মামলার আসামি হলেন সাংবাদিক আনু মোস্তফা
রাজশাহীতে নাশকতার তিনটি মামলায় আসামি করা হয়েছে দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান সিনিয়র রিপোর্টার আনু মোস্তফাকে।
গত ২ মার্চ বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দুটি করেন। এছাড়াও আরো একটি মামলাতে আসামি করা হয়েছে তাকে।
এর মধ্যে দুটি মামলায় আনু মোস্তফার বিরুদ্ধে বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দেয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, নাশকতার মামলায় আনু মোস্তফাকে জড়ানো উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। এ নিয়ে তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মধ্যে। অবিলম্বে মামলা প্রত্যাহারসহ দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
জানা গেছে, গত ১ মার্চ ভোরে রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা হানিফ এন্টারপ্রাইজের দুটি বাস ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এঘটনায় পরদিন বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতার দুটি মামলা দায়ের করেন।
ওই দুই মামলার এজাহারে ৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরো ২০ জনকে। ওই দুই মামলায় এজাহারভূক্ত ৮ নম্বর আসামি করা হয়েছে আনু মোস্তফাকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০ দলের ডাকা হরতাল অবরোধ সফল করতে রাসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা পল্টুর নেতৃত্বে আসামিরা সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে হানিফ এন্টারপ্রাইজের দুটি বাস ভাঙচুর ও পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, হানিফ এন্টারপ্রাইজের দুটি বাস পোড়ানোর ঘটনায় হানিফের ম্যানেজার মনজুর রহমান খোকন ঘটনার দিনই বোয়ালিয়া থানায় এজাহার দেন। কিন্তু, পুলিশ তার এজাহারটি ফেরত দিয়ে নিজেরাই বাদি হয়ে মামলা রেকর্ড করেন।
এ ব্যাপারে মনজুর রহমান খোকন বলেন, আমরা জানি না কাকে আসামি করা হয়েছে। তবে আমরা যে এজাহারটি দিয়েছিলাম সেটি ফেরত দিয়েছে পুলিশ।
অন্যদিকে মামলার বাদী এসআই শরিফুল ইসলাম বলেন, তিনি সাংবাদিক আনু মোস্তফাকে চেনেন না। আগেও দেখেননি। দেখলে চিনতে পারবেন কি-না সে ব্যাপারে কোনো উত্তর দেননি তিনি।
এদিকে, সাংবাদিক আনু মোস্তফাকে নাশকতার মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন ।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে সাংবাদিক আনু মোস্তফাকে নাশকতার মামলায় জড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এই কাজের সঙ্গে জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আনু মোস্তফাকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।
আনু মোস্তফা রাজশাহী প্রেসক্লাবের দুই বারের সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই দফায় নির্বাহী সদস্য ছিলেন তিনি। বর্তমানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নেরও সদস্য।
এমএএস/পিআর