ভারতকে ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়া
বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ ৪১৭ রান করে ভারতকে ছাড়িয়ে গেল এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান ছিল ভারতের।
২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ৫ উইকেটে ৪১৩ রান করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এতদিন এটিই ছিল দলীয় সর্বোচ্চ রান। কিন্তু বুধবার অস্ট্রেলিয়া সেই রেকর্ড নিজেদের করে নিলো। ভেঙ্গে দিলো আট বছরের ইতিহাস।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ড মাঠে পুল ‘এ’তে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার ১৩৩ বলে ১৭৮ রানের বিশাল ইনিংস খেলেন। স্টিফেন স্মিথ ৯৮ বলে ৯৫ এবং গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৩৯ বলে ৮৮ রান করেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রান করে আগের রেকর্ড ভাঙ্গার ইঙ্গিত দেন।
বিএ/পিআর