ঢাকার ব্যাপক উন্নয়নে কাজ করব : আনিসুল হক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমকের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নগরবাসীর জন্য বড় চমক নিয়ে মাঠে নামবেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আনিসুল হক। ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। সফলতা সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়ী সম্প্রদায়কে। ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচিত সভাপতি। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নেতৃত্বেও ছিলেন।
জাগোনিউজ তার কাছে জানতে চায়, প্রস্তুতির কথা। আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর চমক। আমিও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে কাজ করছি। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই আনুষ্ঠানিকভাবে মাঠে নামবো।
হঠাৎ চমক দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিসুল হকের নাম ঘোষণা করেন মন্ত্রীসভার বৈঠকে।
নগরবাসীর জন্য কী করবেন, এমন প্রশ্নে আনিসুল হক বলেন, এখনই বলার সময় হয়নি। কাজ করছি। আরো কিছু দিন সময় লাগবে। তার মধ্যে তফসিল ঘোষণা হয়ে যাবে আশা করি। আমিও প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলবো।
প্রার্থিতার বিষয়ে সম্প্রতি দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর তিনি পরবর্তী করণীয় নিয়ে কাজ করে যাচ্ছেন। ঢাকার মানুষের সেবার জন্য কী কী করা যায় সেটি নিয়ে রীতিমত এবং গুরুত্ব সহকারে পরামর্শ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় চমক দেন, আমাকে মনোনয়ন দেয়াও একটি চমক। আমি সরাসরি রাজনীতিতে জড়িত নই, তবে মাঝেমধ্যে বেশ কিছু রাজনৈতিক উদ্যোগ নেয়ার চেষ্টা করেছি।
আনিসুল হক বলছিলেন, নির্বাচিত হলে আমি ঢাকার উন্নয়নকে অগ্রাধিকার দেবো। নগর সেবায় কাজ করে যাবো। তার মতে, আলোচনার মাধ্যমে ঢাকার ব্যাপক উন্নয়ন সম্ভব।
এসএ/বিএ/পিআর