মোদিকে ঢাকায় আসতে কাদেরের বারণ


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৪ মার্চ ২০১৫

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসতে বারণ করেছেন। বুধবার দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, শুনেছি কয়েক দিনের মধ্যে ঢাকায় আসবেন মোদি। আমি বলবো অবৈধ সরকারের সঙ্গে দেখা করতে আপনি (মোদি) এ দেশে আসবেন না। আসলে ফুল পাবেন না, মালা পাবেন না, পাবেন শুধু জ্বালা। মোদির উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবীর বলেন, আপনি বিদেশিদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাহলে স্বদেশিদের সঙ্গে আলোচনা করতে সমস্যা কোথায়। আমি তো অনেক আগেই থেকে বলে আসছি দেশের শান্তির জন্য প্রয়োজনে চারালের সঙ্গে আলোচনায় বসুন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।