বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের যৌথসভা


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৩ মার্চ ২০১৫

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল তিনটায় আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগরের অধীন দলীয় সংসদ সদস্য, ঢাকা জেলা ও তার আশেপাশের জেলার দলীয় সংসদ সদস্যদের সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকার আশেপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।

ঢাকার আশেপাশের এ জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা মহানগর ও ঢাকা।

এছাড়াও আগামী ৫ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাথে পেশাজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নারী সংগঠন নেতৃবৃন্দের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভাগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।