বেগম জিয়া জামায়াতের কর্মসূচি পালন করছেন : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, খালেদা জামায়াতের পেটে ঢুকে গেছে। তিনি তাদের সংস্কৃতি অনুসরণ করেন, তাদের কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুমকি বলেন, দেশের জনগণ বেগম খালেদা জিয়ার হরতাল-অবরোধ কোন কর্মসূচি মানছে না। তার দলের নেতাকর্মীরাও এই কর্মসূচি পালন করছে না। সন্ত্রাসী ভাড়া করে তিনি সাধারণ মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করছেন।
বিএনপি-জামায়াতের আন্দোলন শুধু সরকার উৎখাতের নয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে সারাদেশের সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান চুমকি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আ’লীগ নেতা এড. বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আ’লীগের সহ সম্পাদক হাসিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাসু, দিলীপ সরকার, বিদ্যুৎ সরকার, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।
আরএস/পিআর