সংলাপ হবে ২০১৯ সালে : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সহিংসতার ঘোষণা দিয়ে জঙ্গিদের উৎসাহ দিচ্ছে তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপ যদি হতেই হয় তাহলে সংসদের বিরোধীদল ও নির্বাচন কমিশনের সঙ্গে হবে। সেটিও হবে ২০১৯ সালে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এর উদ্যোগে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া।
মোহাম্মদ নাসিম বলেন, হরতাল-অবরোধ চলছে এর মধ্যেও রাজধানীতে যানযট হচ্ছে। তার মানে এই হরতাল-অবরোধ জনগণ মানছে না। আর জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন পূর্বে সফল হয়নি ভবিষত্যেও সফল হবে না।
এসআই/বিএ/এমএস