সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০১ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে হবে। রোববার কক্সবাজারের রামুতে ১০ পদাতিক ডিভিশনের জন্য নবনির্মিত সেনানিবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে সকালে হেলিকপ্টার যোগে রামু পৌঁছান প্রধানমন্ত্রী।

রামুতে প্রধানমন্ত্রী পৌঁছালে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সেখানে তাঁকে স্বাগত জানান। সেনাবাহিনীর একটি সশস্ত্র দল এ সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন রাষ্ট্রের দূতরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নের এক হাজার ৭৮৮ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাস।

এএইচ/এমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।