বিএনপি সার্বভৌমত্ব ধ্বংসের পাঁয়তারা করছে


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নাশকতা ও নৈরাজ্যের মাধ্যমে স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের পাঁয়তারা করছে বলে জানিয়েছে করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শনিবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় বক্তারা এ কথা বলেন।

সভার শুরুতেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আলমগীর কুমকুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বিএনপি জামায়াতের সহিংসতা ও নাশকতায় উদ্বেগ প্রকাশ করেন। তারা রাজপথে থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মানুষ হত্যায় মেতে উঠেছেন। বিএনপির খায়েস- নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। তাদের এই অভিলাষ পূরণের জন্য এক শ্রেণীর সুশীল নামধারী গোষ্ঠিও চক্রান্ত চালাচ্ছে। এদের সম্পর্কে জাতিকে সতর্ক থাকতে হবে।

জোটের ভারপ্রাপ্ত সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি সৈয়দ হাসান ইমাম, অভিনেতা এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও শিরীন বকুল।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।