মান্না-খোকার প্রথম লাশ অভিজিৎ : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

মান্না-খোকার টেলিফোন আলাপের প্রথম লাশ ব্লগার অভিজিৎ রায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, প্রথম লাশটি গতকালই পড়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর পেছনে সেই ধর্মান্ধ, সেই একাত্তরের পরাজিত শক্তি জড়িত। এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ এ ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ৭১-এর ঘাতককে রক্ষা করা শুধু নয়, এ বিচার বন্ধ করার জন্য অপপ্রয়াস চালানো হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের খুনিদের কোনোভাবেই বাইরে রাখা যাবে না।

পরে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন সংস্কৃতি কর্মীকে হত্যা করা হয়েছে। হুমায়ুন আজাদের মতো করে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় করা হয়েছে। তারা যে লাশ চায়, যে লাশের কথা বলেছে, দুঃখজনকভাবে সত্য হলো, কালকে সে লাশটি পড়েছে। এ কাজটি তারা করতে চাচ্ছে। তারা দেশের মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।