খালেদা পরাজিত হতে বাধ্য : তোফায়েল


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরাজিত হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

তোফায়েল বলেন, দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন খালেদা জিয়া। এ যুদ্ধে তিনি একাত্তরের মতো পরাজিত হবেন। খালেদা জিয়াকে রক্ষার জন্য কিছু লোক সংলাপের কথা বলেন এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসের সঙ্গে কোনো আপস নয়।

গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা মামলার আসামি হয়েছেন, আমিও তো আসামি হয়েছিলাম।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।