খালেদার কারণেই হত্যাকাণ্ড বেড়েছে : মুহিত


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারণেই দেশে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। তিনি চাইছেন হত্যাকান্ডের মতো অপকর্ম ঘটিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধাতে। কিন্তু তা সম্ভব নয়। কেননা  বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে আগামীতে আরও কঠোর হবে। শুক্রবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সম্মেলনে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই তিনি জনগণের ভাষা বুঝেন না। হরতাল অবরোধ ও নাশকতা করে জনগণকে জিম্মি করে তিনি ক্ষমতায় যেতে চাইছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব ভারতের প্রাক্তন গর্ভনর নির্মল কুমার সিনভি, তার স্ত্রী রোটারিয়ান দিনা সিনভি, রোটারি ক্লাবের সাবেক গর্ভনর ড. মঞ্জুরুল হক চৌধুরী রোটারিয়ান আতাউর রহমান পীর প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।