সরকার এখন পতনের শেষ সিঁড়িতে : সালাহ উদ্দিন
সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে ২০ দলীয় জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বরেন।
বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, পুলিশ বাহিনীকে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে পরিণত করে সরকার নিজেকে আপাত নিরাপদ মনে করলেও যেকোনো মুহূর্তে বন্দুকের নল ঘুরে যেতে পারে। রাষ্ট্রশক্তির চূড়ান্ত নৈরাজ্যের বিপরীতে জাগ্রত গণশক্তির বিজয় আসন্ন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজকে অবজ্ঞা করে এবং সারা বিশ্বকে অস্বীকার করে ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের স্বপ্ন কখনোই পূরণ হবে না, এ দেশের জনগণ তা কখনই হতে দেবে না।
বিবৃতিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ১ মার্চ থেকে ‘হরতালসহ কঠোর কর্মসূচি’ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এমএম/এএইচ/আরআইপি