পেট্রলবোমাসহ ২ ছাত্রদল নেতা আটক


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসকে ২০টি পেট্রলবোমাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী কমিশনার (এসি) ইফতেখারুল ইসলাম।

তিনি জাগোনিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কল্যাণপুর থেকে ২০ পেট্রলবোমাসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।