সারাদেশে ২০ দলের হরতাল চলছে


প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের পর বর্ধিত আরও ৪৮ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে।

অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি জোটের ডাকা হরতালের সময়সীমা মঙ্গলবার আবারও বাড়ানো হয়। হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বর্ধিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

এ দিকে হরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমানের পরীক্ষা পিছিয়ে আগামী ৭ মার্চ শনিবার নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান পরীক্ষা পরিবর্তনের এ কথা জানান।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।