টিএইচ খানের বাসা থেকে পুলিশ প্রত্যাহার
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিচারপতি টিএইচ খানের বাসা থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত পৌঁনে ৮টায় তার বাসায় থাকা সিনিয়র আইনজীবীরা চলে যাওয়ার পর পুলিশ প্রত্যাহার করা হয়।
এদিকে সন্ধ্যায় টিএইচ খানের ছেলে ফয়সাল এইচ খান জানান, খালেদা জিয়ার মামলার বিষয়ে সিনিয়র আইনজীবীরা পরামর্শ করতে বাসায় আসার পর সন্ধ্যা পৌনে ৬টায় পুলিশ তাদের বাসা ঘিরে ফেলে পুলিশ। আশপাশের বাসার ছাদেও পুলিশ অবস্থান নেয়।
তিনি আরও জানান, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ সিনিয়র আইনজীবীরা বৈঠকে অংশ নেন। টিএইচ খান অসুস্থ থাকায় আইনজীবীরা পরামর্শ করতে বাসায় আসেন।
এএইচ/আরআই