থমথমে বিএনপির গুলশান কার্যালয়


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই গুলশান কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা না হলেও যাদেরকে রাখা হয়েছে তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে, গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে গুলশান কার্যালয়ে মিডিয়া কর্মীদের ভীড় বেড়েছে। যা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। খালেদা জিয়া গ্রেফতার নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যালয়ের আশে পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়নি।

গুলশান কার্যালয়ের ভেতরে গ্রেফতার আতঙ্ক কাজ করছে কিনা- এমন প্রশ্নের জবাবে কার্যালয়ের ভেতরে অবস্থানরত বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জাগো নিউজকে জানিয়েছেন গ্রেফতারে বিষয়টি নিয়ে বিএনপি মোটেও উদ্বিগ্ন নয়। খালেদা জিয়া স্বাভাবিক অবস্থায় রয়েছেন। তবে তিনি গ্রেফতার হলে পরবর্তী নির্দেশণা কি হবে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।