গ্রেফতারি পরোয়ানায় বিচলিত নন খালেদা


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তিনি এটাতে বিচলিত নন বলে জানিয়েছেন।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান চেয়ারপারসনের বরাত দিয়ে জাগোনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খবর তিনি শুনেছেন কিনা এরকম প্রশ্নের জবাবে শায়রুল বলেন, ম্যাডাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সংবাদ যথাসময়ে শুনেছেন। তিনি বলেছেন, সরকারের এসব মিথ্যা হামলা-মামলা ও গ্রেফতারি পরোয়ানাকে তিনি ভয় পান না।

গ্রেফতারি পরোয়ানার সংবাদ শোনার পর তিনি আরও বলেছেন, সরকার বিরোধীদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। হামলা-মামলা ও গ্রেফতারি পরেয়ানা দিয়ে আন্দােলনকে দমিয়ে রাখা যাবে না বলেও জানান খালেদা জিয়া।

প্রসঙ্গত, বুধবার সকালে বকশিবাজারে ঢাকা আলিয়ার মাঠে স্থাপিত বিশেষ আদালতে তৃতীয় বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর রশিদ খান।

এ মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সচিব মনিরুল ইসলাম খান।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।