মান্নার দৃষ্টান্তমূলক শাস্তি চাই : মায়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সেগুনবাগিচা হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজিত `স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দাবিতে` এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র শুরু করেছিলেন মায়া। কিছু সুশীল নামধারী যারা মান্নার এ কাজের সাথে জড়িত। সরকারের উচিত তাদের অবশ্যই খতিয়ে দেখা। তারা অামাদের দেশ, জাতি এবং গণতন্ত্রের চরম শত্রু।

মায়া অারও বলেন, কিছু ব্যক্তি গণমাধ্যমে বিবৃতি দিয়ে এবং টকশোর মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা-৭ অাসনের সাংসদ হাজী সেলিম, ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, সেগুনবাগিচা হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম ওবায়দুল্লাহ, ও স্কুলের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইউসুফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।