মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরের জন্য কোর্টে আবেদন


প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

পরিবার থেকে দাবি করা ‘নিখোঁজ’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরে বুধবার হাইকোর্টে রিট (হেবিয়াস কর্পাস) করা হবে।

মান্নার স্ত্রী মেহের নিগার ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন এ আবেদনটির প্রস্তুতি মঙ্গলবার সম্পন্ন করা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির সঙ্গে দুটি ফোনালাপ ফাঁস হওয়ার পর মান্না সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। এর প্রেক্ষিতে রিট আবেদনটি দায়ের করছেন মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার।

আবেদনটি দাখিলের পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে বুধবার উপস্থাপন করা হতে পারে। আর এ আবেদনের শুনানিতে ড. কামাল হোসেন ও ড. শাহদীন মালিক অংশ নিতে পারেন বলে জানা গেছে। 

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক এবং গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।