মান্নাকে নিয়ে বিএনপি বিস্মিত


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তুলে গিয়ে আবার পুলিশের পক্ষ থেকে অস্বীকার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মান্নাকে আটকের প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বরেণ্য নাগরিক, ডাকসু’র সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে সোমবার রাত সাড়ে তিনটার সময় সাদা পোষাকধারী সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়নি মর্মে বক্তব্য প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি।

সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দেশে যে প্রক্রিয়ায় একজন নাগরিককে তুলে নেয়া হলো তাতে রাষ্ট্রের কোন নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোন গ্যারান্টি আর অবশিষ্ট রইলো না। আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চুড়ান্ত লঙ্ঘন করে সরকারি বাহিনীর এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মাহমুদুর রহমান মান্নাকে তার পরিবারের কাছে ফেরত প্রদান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।