মান্নার বিরুদ্ধে ৩০টি সাধারণ ডায়েরি
জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে শাহবাগ, রমনা, মতিঝিল, পল্টন, গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ৩০টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাধারণ জনগণ।
রাষ্ট্রদ্রোহ, সাধারণ মানুষের জানমালের হুমকি ও দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির অভিযোগ এনে এই জিডি করা হয়। থানা সূত্র জিডির বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি ঢাকার প্রাক্তন মেয়র ও বিএনপির নেতা সাদেক খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মান্নার কথোপকথনের আলাদা দু’টি অডিও ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন একসময়ের ডাকসাঁইটে এই ছাত্রনেতা। এই ফোনালাপে আন্দোলন তরান্বিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকটি লাশ পড়লেও পড়ুক বলে কথোপকথনে মন্তব্য করেন মান্না। এছাড়া সংলাপ না হলে সেনাবাহিনীর হস্তক্ষেপের জন্য দু’জন সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করার বিষয়েও সম্মতি দেন তিনি।
অডিও ফাঁস হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কয়েকজন মন্ত্রী তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ছাত্রলীগ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
এদিকে, সামগ্রিক ঘটনার জন্য বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন মান্না। নিজের ফেসবুকে পেইজে এক কমেন্টে কথোপকথনের ভিডিও ফাঁসের ঘটনাকে ব্যক্তিগত স্বাধীনতা হরণ বলে দাবি করেন তিনি।
এসআরজে/