ভুল ব্যাখ্যা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামায়াত : রেলমন্ত্রী


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

জামায়াত-শিবির ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ইসলামের নাম ব্যবহার করে তারা মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, জামায়াত-শিবির হরতাল আর জ্বালাও-পোড়াও করে শান্ত বাংলাদেশকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। তারা মেধাবি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে আমাদের সন্তানদের এবং অভিভাবকদের সাবধান থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ইসলামের দোহাই দিয়ে লুটপাট করে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামকে আমরা রাজনীতির সাথে মেশাই না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মাতৃত্ব ভাতা পায়, বিধবা ভাতা পায়, স্কুল-কলেজে উপবৃত্তি পায়। আওয়ামী লীগ যতো মাদ্রাসায় উন্নয়ন করেছে অন্যদের আমলে তার চার ভাগের একভাগ উন্নয়নও হয়নি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবময় দেওয়ান ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।