আল্লাহর মাইর : এরশাদের আক্ষেপ


প্রকাশিত: ০১:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির চেয়ারপারসনের প্রতি ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ইতিহাস বড় নির্মম। কাউকে ক্ষমা করেনি। ২৬ বছর যারা আমাকে যেতে (শহীদ মিনার) দেয়নি তারাও আজ যেতে পারেনি। আমার সঙ্গে যা যা করেছে, তা তা তাদের সঙ্গে হয়েছে। আল্লাহর মাইর।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ২৬ বছর পর শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আবেগে আপ্লুত হয়েছিলেন বলেও জানান।

এরশাদ বলেন, আমি আবেগে আপ্লুত। কেন? ছোট শহীদ মিনার ছিল। ২৮ বছর আগে আমি শহীদ মিনারের পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। সেই শহীদ মিনারে ২৬ বছর পর প্রথম প্রহরে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। এর চেয়ে বড় কী হতে পারে।

তিনি বলেন, জনগণের শান্তির লক্ষ্যে ভাগ্য উন্নয়নে এবং কল্যাণে কাজ করে বলেই দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতাল অবরোধ সম্পর্কে বলেন, আজ ঘরে থাকলে ক্ষুধার জ্বালা আর বাইরে গেলে পেট্রোলের জ্বালা। জনগণ এই অবস্থার অবসান ঘটিয়ে শান্তি চায় উল্লেখ করে এরশাদ বলেন, জনগণ আজ পরিবর্তন চায়,আর জাতীয় পার্টিই কেবল সেই পরিবর্তন এনে শান্তি দিতে পারবে।

তিনি বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। আমি নূর হোসেনকে হত্যা করেনি। তাই জেল থেকে বের হয়ে তার বাড়ি খুঁজে নূর হোসেনের বাবাকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিয়েছি। ডা. মিলনকে কে হত্যা করেছে তা জানি না। তবে আমি মিলন হত্যার বিচার চাই।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান এমপি, ফয়সাল চিশতি, সাইফুদ্দিন আহমদ মিলন, সুনীল শুভরায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।