নাজমুল হুদার বিএনএ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


প্রকাশিত: ১০:০৭ এএম, ৩০ জুন ২০১৪

বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স-বিএনএ’র ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনএ’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা এ কমিটির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের মহাসচিব এম শহিদুর রহমান ও দপ্তর সম্পাদক আক্কাস আলী খান।

কমিটির সদস্যরা হলেন-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা; ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া, ফিরোজ উদ্দিন আহমেদ, ফজলুল হক, লে. কর্নেল আবু আলম নওরোজ (অব.), শেখ শহিদুজ্জামান, মো. মেজবাহ উদ্দিন সরকার (রুবেল সরকার), আবু হামিদুর রেজা খান ভাসানী (পরশ ভাসানী), আবু মুহাম্মদ নোমান, মেজর সামসুল আলম (অব.), মেজর সাইফ আল আমিন (অব.), মেজর হাবিব (অব.), বজলুর রহিম চৌধুরী, সামসুল আলম খান, আবু তালেব; মহাসচিব এম শহীদুর রহমান, যুগ্ম-মহাসচিব (অব) মো. বেলায়েত হোসেন, জাহেদ করিম চৌধুরী, ওবাইদুর রহমান, মো. ফয়েজ চৌধুরী; সাংগঠনিক সম্পাদক ড. জাভেদ সালেহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাকন, কোষাধ্যক্ষ মো. শামীম আহসান, দপ্তর সম্পাদক মো. আক্কাস আলী খান, অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইকরাম রহমান হেরা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইসমত জেরীন খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্থপতি নাজমুস সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুজ্জামান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী সাগর ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন আহসান উল্লাহ্ (অব.), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম. এ. সাত্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মকবুল আহমেদ আকন, জনসংযোগ সম্পাদক মো. আরিফ হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম ফরহাদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শান্ত, বিজ্ঞান ও প্রকৌশল সম্পাদক ইঞ্জি. মো. হুমায়ন কবির, আইন বিষয়ক সম্পাদক আশানুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আবু সাঈদ কাঞ্চন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুব সম্পাদক মেহেদী হাসান রাজীব, ছাত্র বিষয়ক সম্পাদক সাচী আরাফাত চৌধুরী, সদস্য রফিকুল ইসলাম, সেলিম আক্তার খান মিন্টু, আনোয়ার হোসেন, সাদিয়া আফরীন, রমজান আলী, মো. এসামুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।