আবারও ফিরিয়ে দেয়া হলো খালেদার খাবার


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে খাবার নিয়ে আসলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়।

সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর (অব.) ইফতেখার, স্কোয়াড্রন লিডার (অব.) জামিল, কমান্ডার (অব.) রেজা, মেজর (অব.) ওহিদুন নবী ও নৌবাহিনীর কমান্ডার (অব.) সাইফুল পাইকারের নাম জানা গেছে।

মেজর (অব.) ওহিদুন নবী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম।

কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ঢুকতে দেয়া হয়নি। পরে আমরা খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেয়ার অনুরোধ করলেও তা রক্ষা করেনি পুলিশ।

তিনি আরও বলেন, আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের উদ্দেশ্য ছিল সাবেক সেনা প্রধানের স্ত্রী কেমন আছেন তা দেখা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।