ফেসবুকে খালেদাকে জয়ের সমালোচনা
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্ট সজীব ওয়াজেদ জয়।
শনিবার নিজের ফেইসবুকে খালেদা জিয়ার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয়। পাঠকদের জন্য জয়ের স্ট্যাটাসটি দেয়া হলো।
`একুশে ফেব্রুয়ারির এই দিনে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল শহীদকে। তাঁরা জীবন দিয়েছিলেন বলেই আমরা আমাদের ভাষা বাংলায় কথা বলতে পারছি। সেটা ছিলো আমাদের স্বাধীনতার চুড়ান্ত আন্দোলনের সূচনা। এই দিনে সকল বাঙালিকে জানাই আমার শুভেচ্ছা।
যাই হোক, এটা খুবই লজ্জার কিন্তু উল্লেখ না করে পারছিনা যে `অন্য একটি` রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। যারা তাকে এবং তার দলকে সমর্থন করে তাদের কথা ভেবে এখনও আমি অবাক হচ্ছি। আপনি কীভাবে একজনকে সমর্থন করতে পারেন যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এবং আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন না? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি জোট করেন জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি নারী ও শিশুদেরকে জীবন্ত পুড়িয়ে মারতে নির্দেশ দেন? খালেদা জিয়া কোনো জাতীয় নেতা নন, তিনি জাতীয় লজ্জা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।`
সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত’ কারণে খালেদা জিয়া এবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গুলশানের ওই কার্যালয়ে গিয়ে আটকা পড়েন খালেদা জিয়া। ৫ জানুয়ারি পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর থেকে সেখান থেকে বের হতে পারেননি তিনি।
বিএ/আরআই