ঢাকা মহানগর জামায়াতের আমীরের ছেলে আটক, দাবি পরিবারের


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জামায়াতের ঢাকা মহানগরী আমীর রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানকে র‌্যাব পরিচয়ে আটক করা হয়েছে।

শুক্রবার উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে র‌্যাব হেড কোয়ার্টার অথবা র‌্যাব-১ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে রিফাতকে র‌্যাব কর্তৃক আটক করার সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জাগো নিউজকে বলেন, রিফাত নামে কাউকে র‌্যাব আটক করেনি।

এছাড়া র‌্যাব-১ এর পরিচালক (সিও) লে: কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদও আটকের বিষয়টি অস্বীকার করে জাগো নিউজকে বলেন, আরও কয়েকটি মিডিয়া থেকে ফোন করে একই বিষয়ে জানতে চেয়েছেন। তবে র‌্যাব-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে রিফাত নামে কোনো ছাত্রকে আটক করা হয়নি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।