রাজনৈতিক ইনফ্লুয়েঞ্জার অবসান ঘটবে : মতিয়া চৌধুরী


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধকে রাজনৈতিক ইনফ্লুয়েঞ্জা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিন বলেন, এটা দমনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত তিনদিনের এ আয়োজনে নিজেদের অবস্থান তুলে ধরবে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান।

মতিয়া চৌধুরী বলেন, ‘ইটস এ প্লেগ ফর সিভিলাইজেশন। এই প্লেগদের বিরুদ্ধে মানুষ যেমন লড়াই কইরা জয়ী হয়। এই ধরনের রোগের বিরুদ্ধে লড়াই কইরা আমরা জয়ী হব। শুধু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা না, এ সমাজে যারা আজকে ইনফ্লুয়েঞ্জা সৃষ্টি করতে চাচ্ছে, রাজনৈতিক ইনফ্লুয়েঞ্জা; ইনফ্লুয়েঞ্জা কিন্তু ক্ষণস্থায়ী। ইনফ্লুয়েঞ্জা উইল বি ওভার। আমরা এগিয়ে যাব। এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে পোলট্রিশিল্পের বিকাশে সক্ষমতা দেখিয়েছে সরকার। শুধু এ শিল্প নয়, সব খাতেই সরকার সফল দাবি করে চলমান আন্দোলন মোকাবিলায়ও সরকার সফল হবে বলে জানান কৃষিমন্ত্রী।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।