ইতিহাস থেকে শিক্ষা নিন, প্রধানমন্ত্রীকে সালাহ উদ্দিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আপনার পিতার নির্মম পরিণতির কথা ভাবুন। সালাহ উদ্দিন বলেন, “আপনার পিতা রক্ষীবাহিনী সৃষ্টি করে ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। অসংখ্য বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করে হত্যার রাজনীতি প্রচলন করেছিলেন। আওয়ামী লীগ বিলুপ্ত করে একদলীয় বাকশাল কায়েম করে স্বঘোষিত সম্রাট বনে গিয়েও তার শেষ রক্ষা হয়নি। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সালাহ উদ্দিন বলেন, আপনিও চলমান গণআন্দোলনকে দমন করার জন্য আপনার পেটোয়া পুলিশ-র্যাব ও বিজিবিকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন। তাদের হত্যার নির্দেশ দিয়ে গণতন্ত্রের শবযাত্রার আয়োজন সম্পন্ন করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিন, পিতার নির্মম পরিণতির কারণ বিশ্লেষণ করুন, গণহত্যা বন্ধ করুন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দ্রুত পদত্যাগ করুন। তবেই জনগণ আপনার নিরাপদ অবতরণের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে।
সালাহ উদ্দিন বলেন, বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে, বিদ্যুৎ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ক্যাবল লাইন কেটে দিয়ে এবং সর্বশেষ খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে গণতন্ত্রের সবক শেখাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তার নেতা-মন্ত্রীদের মিথ্যার বেস্যাতি এ দেশের জনগণ এবং সারা বিশ্ব জানে।
দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মতো প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, শেখ হাসিনা ঠিকই বলেছেন, কারণ ৭১’ এ শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণের মুক্তি সংগ্রাম জাতীয় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আর বর্তমানে গণতন্ত্র হত্যাকারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অভিপ্রায় অনুযায়ী গণতান্ত্রিক সমাজ পুনঃপ্রতিষ্ঠার দুর্বার আন্দোলন পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার গাইবান্ধার জামায়াত কর্মী মোস্তফা মঞ্জিলকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, পুলিশি নির্যাতনে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন জামায়াত কর্মী শফিকুল ইসলাম। আর রুপক মিয়াকে গুলি করে হত্যা করার পর লাশ গুম করেছে পুলিশ বাহিনী। তিনি এই হত্যার তীব্র নিন্দা জানান।
এমএম/এএইচ/পিআর