ধর্মঘটের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত: ০৪:০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে লাগাতার সর্বাত্বক ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এনেক্স) ভবন এলাকায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সামশুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, মামুন খান, দেলজার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ, গাজী আরিফ, সাইফুল মোহসীন, বাশার, এসএম হলের হাবিবুল বাশার,সজীব মোর্শেদ, জহুরুল হক হলের নেওয়াজ, ফজলুল হক হলের মাসুম সানোয়ার আলম প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা ধর্মঘটের সমর্থনে স্লোগান দিতে দিতে টিএসসির দিকে অগ্রসর হয়। উল্লেখ্য, মঙ্গলবার থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ও সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন ও গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের আহ্বানে এ ধর্মঘট চলছে।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।