হুকুমের আসামি হিসেবে খালেদাকে গ্রেফতারের দাবি
হরতাল ও অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারা এবং যানবাহনে আগুন দেয়াসহ সকল নাশকতার হুকুমের আসামি হিসেবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে নগরীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বের বুকে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তখন বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছেন।
তিনি বলেন, দেশের মানুষ বেগম জিয়ার হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে। তা সত্ত্বেও জামায়াত-শিবিরকে দিয়ে তিনি পেট্রোলবোমায় মানুষকে পুড়িয়ে হত্যা করছেন। আইন অনুযায়ী মানুষ পুড়িয়ে মারা এবং যানবাহনে আগুন দেয়া সহ সকল নাশকতার হুকুমের আসামি হিসেবে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আবারও বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সন্ত্রাস ও নাশকতায় বিক্ষুব্ধ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছে। দেশের মানুষকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র করে বেগম খালেদা জিযা নিজেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, আমিনুল হক ফারুক, জহুরুল ইসলাম চৌধুরী ও দফতর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নগরীর দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে এ মানববন্ধন শুরু হয় এবং তা দুপুর বারোটা পর্যন্ত চলে।
আরএস/আরআই