সন্ধ্যায় খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির ছয় সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিযার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন জোসেফ উইডেন হোলজার, মারসিন গ্যাসিউইক, লেভেনটিক্যাসজি, ক্যারোলকারস্কি, ব্রিগিটটিবাটেইল্লি এবং ক্রিস্টিয়ান ড্যানপ্রিদা।

সফরকালে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা।

এমএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।