খালেদার বিরুদ্ধে গুলশান থানায় মামলা


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে। সোমবার রাতে ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি করেন ।

মামলায় খালেদা জিয়াসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হাফিজ উদ্দিন, হুমায়ুন কবির, এম এ কাইয়ুম, দেওয়ান সালাউদ্দিন, মোস্তফা, মামুন ও মানিক।

মামলায় অভিযোগ করা হয়েছে, হরতাল ও অবরোধে সহিংসতা বন্ধে খালেদা জিয়ার কার্যালয় অবরোধ করতে যায় শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মিছিলে বোমা হামলা করা হয়। এতে ১৭ জন আহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কুমিল্লা, খুলনা ও রাজধানীর যাত্রাবাড়ী থানায় খালেদাকে হুকুমের আসামি করে মামলা করা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।