মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না : রেলপথ মন্ত্রী
জনগনের প্রতি বিএনপির কোন আস্থা নেই জেনে খালেদা জিয়া এখন জঙ্গীদের সাথে হাত মিলিয়ে পাকিস্তানের মতো মানুষ হত্যায় নেমেছেন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। সোমবার কমলাপুর রেলওয়ে ষ্টেশনে রোববার রাতে নারায়ণগঞ্জ দুর্বৃত্তদের দেয়া আগুনে কমিউটার ট্রেনের পুড়ে যাওয়া বগি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ হত্যা করে কোন দিন ক্ষমতায় যাওয়া যায় না। নাশকতা, বোমা হামলা এবং মানুষ হত্যা কোন রাজনীতি নয়।
মুজিবুল হক বলেন, বিএনপি এখন সর্বহারা দলে পরিণত হয়েছে। চোরাগোপ্তা হামলা একমাত্র সর্বহারা ও জঙ্গীরাই করে থাকে। খালেদা জিয়াকে একদিন মানুষ হত্যার জাবাব দিতে হবে। জনগণ তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনরোষে পরে খালেদা একদিন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে সেই দিন বেশী দূরে নয়।
সীমিত জনবল দিয়েই রেলের সম্পদ রক্ষা করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দু-একটি ঘটনা ছাড়া রেলে বর্তমানে তেমন কোন নাশকতা নেই।
নারায়নগঞ্জে রেলের বগি পোড়ানোর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি পুলিশের বরাতদিয়ে সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন এবং রেলওয়ে ও রেলপথ মন্ত্রনালয়ের উর্দ্বতন কর্মকর্তাগণ।
আরএস/পিআর