শেখ হাসিনার জনপ্রিয়তা দলকে ছাড়িয়ে গেছে


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০১ নভেম্বর ২০১৬

নেতৃত্বের দৃঢ়তায় শেখ হাসিনার জনপ্রিয়তা এখন দলকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনপ্রিয়তার এ ধারায় ভারসাম্য আনতে হবে। তবেই আওয়ামী লীগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

যুবলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।

যুবলীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সংগঠনকে পরগাছামুক্ত করুন। জনগণের সঙ্গে মিলে কাজ করুন।

রাষ্ট্রনায়ক আর রাজনীতিকের মধ্যে পার্থক্য নিরূপণ করে তিনি বলেন, একজন রাজনীতিক পরবর্তী নির্বাচনের জন্য ভাবেন আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী প্রজন্মের জন্য ভাবেন। শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের জন্য কাজ করছেন বলেই রাষ্ট্রনায়ক উপাধি পেয়েছেন।

তিনি বলেন, দলের আপাতত লক্ষ্য পরবর্তী নির্বাচন বা মধ্যম আয়ের বিষয়টি গুরুত্ব পেলেও আমরা দেশকে সুরক্ষা দিতে দৃঢ় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা তার নিজস্ব কমিটমেন্ট দিয়ে রাজনীতি করছেন বলেই জনপ্রিয়তায় দল থেকে তিনি এগিয়ে যাচ্ছেন।

সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখেন।

এএসএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।