কারাগারে ফালু


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীকে (ফালু) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর হাকিম মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পর ফালুকে  আটক করে পুলিশ। পরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় ২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বাড্ডা থানায় অপর এক মামলায় গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মিরপুর থানায় করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১১ ফেব্রুয়ারি তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়।

তিন দফা রিমান্ড শেষে সোমবার তাঁকে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।