খালেদার প্রতি সুরঞ্জিতের আহ্বান
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার সম্মান প্রদর্শন করে সহিংসতার পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল রোববার রাজনৈতিক কর্মসূচীর নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির বিরুদ্ধে দেয়া সুপ্রিম কোর্টের নিদের্শনার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকেও হরতাল-অবরোধ বন্ধ করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রুল জারী করা হয়েছে। বিএনপির আইনের শাসনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকলে তারা এ আদেশ মেনে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিয়মাতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবেন।
সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল মোতালেব ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সহিংসতা ও নাশকতার আন্দোলনে গণতান্ত্রিক কর্মীরা আন্দোলন থেকে দূরে সরে যায়। সন্ত্রাসী এবং নাশকতাকারীদের হাতে আন্দোলন চলে যায়।
তিনি বলেন, বিএনপি সহিংসতা ও নাশকতার পথ পরিহার করতে যত বিলম্ব করবে দেশের মানুষ তত তাদের বিরুদ্ধে যাবে। এতে তাদের আন্দোলনের অবশিষ্ট ন্যায্যতাটুকুও হারাবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রক্তপাতের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসুন। তা না হলে নাশকতা ও সহিংসতার পরিণাম ভাল হবে না। আমরা আদালতের রুলের চুড়ান্ত শুনানী পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরএস/পিআর