আবারো ৩ দিনের রিমান্ডে রিজভী


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

বিশেষ ক্ষমতার আইনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদেনে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ডেমরা রোডের মাতুয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২শ গজ আগে গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩১ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাই এ ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতির বিষয় উল্লেখ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

উল্লেখ্য, একই থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রিজভী আহমেদকে সোমবার আদালতে হাজির করা হয়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।