তিনদিনের ছাত্র ধর্মঘটের আহ্বান ছাত্রদলের


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে তিনদিনের অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ধর্মঘট ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সংসদদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের সব নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।