বিএনপি-জামায়াতের সঙ্গে কোনও আলোচনা নয়
কারো বিদেশি প্রভুকে দাওয়াত দিয়ে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধনে বক্তব্য রাখেন তিনি। এসময় পুড়িয়ে মানুষ হত্যাকারী বিএনপি-জামায়াতের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে আবারো উল্লেখ করেন মায়া।
বেগম জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, `বিদেশি প্রভুদের ডেকে আনার ষড়যন্ত্র করছেন এতে কোনও লাভ হবে না। ১৯৭১ সালেও এই ভাবে পাক হানাদার বাহিনী গান পাউডার দিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। একাত্তর আর ২০১৫ একই সূত্রে গাঁথা।`
তিনি আরও বলেন, `মানুষ পুড়িয়ে মারার দায়-দায়িত্ব বেগম জিয়ার নেতাকর্মীরা নিতে চায় না। তাই তারা এখন তার কাছ তেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের সাথে রাজপথে একাত্মতা ঘোষণা করছেন।`
এআরএস/আরআইপি